Sunday, 3 January 2016

The Tall Hunter by Howard Fast

বুনো পশ্চিমের গল্প
দি টল হান্টার
হাওয়ার্ড ফাস্ট
সিনোপসিস(অনলাইন থেকে):  বহু বছর শিকারী জীবন কাটানোর পর রিচার্ড হ্যামন্ড, এলেন মে-কে বিয়ে করে থিতু হয়। কিন্তু একদিন রিচার্ড বাড়ি ফিরে দেখে এলেন একদল ইন্ডিয়ানদের রেইডের কবলে পড়ে তাদের হাতে বন্দী হয়ে গেছে।
তখন থেকে তীব্র আক্রোশ ও তিক্ত মন নিয়ে রিচার্ড তার স্ত্রীকে খুঁজে বেড়ায়। এলেন মে-কে খুঁজতে গিয়ে সে হাজার মাইল পাড়ি দেয়, এবং প্রতিশোধ নিতে গিয়ে যেসব ইন্ডিয়ানদের খুন করে তার জন্য তার নাম আতংকের সমার্থক হয়ে দাঁড়ায়। যখন সে হাল প্রায় ছেড়ে দিচ্ছিল ঠিক তখনই তার দেখা হয় শান্ত, হাসি-খুশি, বন্ধুসুলভ জনির সাথে। আর সেটাই পালটে দিল ওর জীবন।
বইটি স্ক্যান ও এডিট করেছেন গোলাম মওলা। তাঁর প্রতি কৃতজ্ঞতা।
৬০ পৃষ্ঠা
৫ মেগাবাইট
গ্রন্থাগার-এর ফেসবুক গ্রুপে যোগ দিন

No comments:

Post a Comment